ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ঢাবিতে ‍‍‘বিশ্ব গণতন্ত্র সভা‍‍’ শুরু হচ্ছে ২৯ ডিসেম্বর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৬:৫৩ পিএম
ঢাবিতে ‍‍‘বিশ্ব গণতন্ত্র সভা‍‍’ শুরু হচ্ছে ২৯ ডিসেম্বর। ছবি- রূপালী বাংলাদেশ

দেশে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিভাগীয় ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন ২০২৫’ (World Democracy Congress 2025)। দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের প্রফেসর মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই তথ্য জানান সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক, বিশ্লেষক ও গবেষকরা এতে যোগ দেবেন।

সম্মেলন আয়োজন করেছে পলিটিকাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন এবং কৌশলগত সহযোগী হিসেবে রয়েছে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সমিতির রিসার্চ কমিটি-৪৮, বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতি ও বাংলাদেশ সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল।

আহ্বায়ক কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলর, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য। এ ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ সম্মেলন কমিটিতে রয়েছেন।

অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান সংবাদ সম্মেলনে জানান, এই কংগ্রেসে ৮০টিরও বেশি গবেষণা প্রবন্ধ নিয়ে আলোচনা হবে। বিভিন্ন মহাদেশ থেকে শিক্ষক ও গবেষকরা অংশগ্রহণ করছেন। তিনি বলেন, ‘বাংলাদেশে এই ক্রান্তিকালীন পরিস্থিতিতে এই সম্মেলন একাডেমিক আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ এশিয়া ও বিশ্বে সাম্প্রতিককালে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক সংকট এবং সম্ভাবনার নানা দিক নিয়ে এই সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, তিউনিসিয়া, গাম্বিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণের জন্য গবেষণা সারাংশ জমা দিয়েছেন।’

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শামসুল আলম সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নাসিমা খাতুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তারেক ফজল এবং সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. ফাতেমা রেজিনা ইকবাল। তারা বিভিন্ন দিক নিয়ে সম্মেলনের গুরুত্ব ও অঙ্গীকারের কথা তুলে ধরেন।

অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘এই সম্মেলন বাংলাদেশের একাডেমিক ও গবেষণা জগতে নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবে গণতন্ত্র সংক্রান্ত আলোচনা এবং গবেষণাকে উৎসাহিত করবে।’

বিশ্ব গণতন্ত্র সম্মেলন ২০২৫ হবে শিক্ষা, গবেষণা ও নীতি নির্ধারণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মঞ্চ, যেখানে দেশের পাশাপাশি বিদেশি গবেষক, বিশ্লেষক এবং শিক্ষার্থীরা গণতন্ত্র ও সাম্প্রতিক রাজনৈতিক সংকট নিয়ে মতবিনিময় করবেন।