ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ফাঁদ পেতে পাখি হত্যার অভিযোগে আটক ২, মুচলেকায় ছাড়া

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৭:১২ পিএম
হত্যা করা দুটি মৃত পাখির দেহ ও ফাঁদটি পাশে। ছবি- রূপালী বাংলাদেশ

শেরপুরে মাছ চাষের পুকুরে ইঁদুর মারা ‘কলের ফাঁদ’ পেতে পাখি হত্যার অভিযোগে দুইজনকে আটক করেছে সদর উপজেলা প্রশাসন। এ সময় তাদের ব্যবহৃত ফাঁদও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে শেরপুর শহরের উত্তর মীরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মৎস্যচাষী সামিউল আলম (৪২) ও পাখি শিকারী আব্দুর রহমান (৭৫)।

দোষ স্বীকার করে ভবিষ্যতে আর পাখি শিকার না করার অঙ্গীকার এবং অন্যদেরও সচেতন করার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দিলে প্রশাসন তাদের ছেড়ে দেয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, মীরগঞ্জ এলাকায় বেশ কিছুদিন ধরে ফাঁদ পেতে শালিক, বক, মাছরাঙা সহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার করা হচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে ‘প্রস্ফুটিত শেরপুর’ নামে একটি ফেসবুক পেজে ওই এলাকার একটি পুকুরে কেচি ফাঁদ পেতে বক ও মাছরাঙা হত্যার দুটি ছবি প্রকাশিত হয়।

ছবিগুলো স্থানীয় একজন সাংবাদিকের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়াকে বিষয়টি অবহিত করেন। পরে তার নির্দেশে বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনায় সাংবাদিক জাহিদুল খান সৌরভ এবং শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক হাকিম বাবুল সহযোগিতা করেন। এ সময় সদর এসিল্যান্ড অফিসের কর্মকর্তা–কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

অভিযানকালে উত্তর মীরগঞ্জ এলাকায় সামিউল আলমের মাছ চাষের পুকুরের মাঝখানে বাঁশের খুঁটির ওপরে বসানো ইঁদুর মারা ফাঁদ জব্দ করা হয়। পাশাপাশি সেখান থেকে একটি মাছরাঙা ও একটি বক পাখির মরদেহও উদ্ধার করা হয়।