উত্তরে শীতের আমেজ, পাবনায় লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা
অক্টোবর ৩১, ২০২৫, ০৪:৫৫ পিএম
কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরের সকাল। সন্ধ্যা নামলেই অনুভূত হচ্ছে শীত, রাতে ঝরছে কুয়াশা। ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। পাতলা কাঁথায় মানছে না শীত, তাই হিমেল ঠান্ডা থেকে রক্ষা পেতে প্রয়োজন লেপের উষ্ণতার।
হিমেল শীতের পরশ থেকে উষ্ণতা পেতে কেউ পুরোনো লেপ-তোশক ও বালিশ ঠিকঠাক করছেন, আবার কেউ নতুন তৈরি করার...