মাগুরার শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে মাহিয়া নামে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আমলসার গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সে ওই গ্রামের শুকুর আলীর মেয়ে। শিশুটির বাবা শুকুর আলী জানান, শিশু মাহিয়াকে কাঁধে করে বড় ছেলেকে স্কুলে দিয়ে বাড়িতে পাটকাঠির কাজে ব্যস্ত ছিলাম। এ সময় শিশু মাহিয়া বাড়ির ভেতর হাঁটাহাঁটি করছিল। সন্তানকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির পাশের পুকুরে শিশুটির ভাসতে দেখে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অমিত কুমার বিশ্বাস শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। শুকুর আলীর এক ছেলে, এক মেয়ের মধ্যে মাহিয়া ছিল ছোট।