মাইনর লিগে আবার জ¦লে উঠলেন সাকিব আল হাসান। তার ম্যাজিকাল পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়েছে আটলান্টা ফায়ার। ফাইনাল ম্যাচে শিকাগো কিংসম্যানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। অবশ্য এ জয়ে দলের ব্যাটিংয়ের মূল নায়ক ছিলেন অ্যারন জোন্স। চার্চ সেন্ট পার্ক মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শিকাগো কিংসম্যান। নির্ধারিত ২০ ওভারে তারা ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। শিকাগোর পক্ষে একাই লড়াই করেন ফারাজ আলি, যিনি ৬০ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৯২ রানে অপরাজিত ছিলেন। বাকি ব্যাটাররা তেমন উল্লেখযোগ্য রান করতে পারেননি। আটলান্টার হয়ে ইনিংসের প্রথম ওভারেই বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। প্রথম বলেই তিনি শিকাগোর ওপেনার রমিজ রাজাকে শিকার করেন এবং পুরো ওভারটি মেডেন তুলে নেন।
দুর্দান্ত শুরু হলেও পরের ওভারগুলোয় কিছুটা রান দেন এই বাঁহাতি স্পিনার। ৪ ওভার বল করে ১টি উইকেট শিকারের বিপরীতে তিনি খরচ করেন ২৮ রান। ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আটলান্টা ফায়ার শুরুতেই ওপেনার ঋষি পান্ডে এবং তিনে নামা পল পালমারকে দ্রুত হারায়। আরেক ওপেনার সাগর প্যাটেল করেন ১৭ রান। এরপর হাল ধরেন দলের প্রধান নায়ক অ্যারন জোন্স। তিনি ৪৮ বলে ৬১ রানের অপরাজিত ফিফটি উপহার দিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ব্যাটিংয়ে নেমে সাকিবও দলের জয়ে ১৩ রানের কার্যকরী ইনিংস খেলেন। ১২ বলের ইনিংসে তিনি একটি ছক্কাও হাঁকান। শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখেই ৫ উইকেটের দাপুটে জয় নিশ্চিত করে আটলান্টা ফায়ার।