প্রথমবারের মতো আফগানিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় তারা। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ৪ এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেটে জিতেছিল টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজের প্রত্যেক ম্যাচ জয়ে আনন্দ নিয়ে এখন ওয়ানডে ক্রিকেট খেলতে নামবে বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজেও আফগানিস্তানের বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টায় থাকবে তারা।
টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করার সুখস্মৃতি খুব বেশি নেই বাংলাদেশের। আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের পর এবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ জিতেছে টাইগাররা। লিটন কুমার দাস ইনজুরিতে পড়ায় দলকে নেতৃত্ব দেন জাকের আলী অনিক। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়া জাকের বলেছেন, সিরিজ জয়ের কৃতিত্ব সব খেলোয়াড়ের। তিনি নিজে জেতাননি। লিটন দাসের অনুপস্থিতিতে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন জাকের। তার অধীনে দল ভালো খেললেও ব্যাটিং নিজেকে মেলে ধরতে পারেননি জাকের। অধিনায়ক হিসেবে পাঁচ ম্যাচ খেলে ৫ ইনিংস ব্যাট করে রান মাত্র ৫৭।
সর্বোচ্চ ৩২ রান আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না জাকেরের। স্বাভাবিকভাবেই তার ব্যাটিংয়ের সমালোচনা হচ্ছে। এ প্রসঙ্গে জাকের বলেন, ‘এগুলো নিয়ে আমার কিছু বলার নেই।’ সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের অনুভূতি প্রসঙ্গে জাকের বলেন, ‘প্রথমে পরিষ্কার করি, আমি ম্যাচ জেতাইনি। সবার প্রচেষ্টায় খেলা জিততে পেরেছি। এখানে আসলে আমাকে কৃতিত্ব দেওয়ার কিছু নেই। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সুন্দরভাবে এটা পূরণের চেষ্টা করেছি। লিটনদা ছিল না, ওনার অনুপস্থিতিতে দায়িত্বটা ঠিকমতো শেষ করতে পারার ব্যাপারটা ভালো। তবে সব কৃতিত্ব আমাদের সব খেলোয়াড়ের।’
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে এখন ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে নামছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে খেলবে দল। এরই মধ্যে পুরো ওয়ানডে দল এখন সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি নিচ্ছে। আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ অক্টোবর। এখন ওয়ানডে ম্যাচকে ঘিরেই সব পরিকল্পনা বাংলাদেশ দলের।
সর্বশেষ এশিয়া কাপের আগে শ্রীলঙ্কার মাটিতে। গত জুলাইয়ে ওই সিরিজে একটি ম্যাচ জিতেছে টাইগাররা। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নয় লঙ্কানরা। শেষ ১০ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স মোটেও ভালো নয়। এর মধ্যে দুটি ম্যাচ জিতেছে তারা। বাকি ৮ ম্যাচেই হারের রেকর্ড। দুঃসময়ের মধ্য দিয়ে যায় ওয়ানডে ক্রিকেটেও স্বরূপে ফিরতে চায় বাংলাদেশ। টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজেও দাপুটে ক্রিকেট খেলে প্রতিটি ম্যাচ জয়ের লক্ষ্য থাকবে তাদের। তবে ওয়ানডে সিরিজ সহজ হবে না। ওয়ানডেতে আফগানিস্তান কঠিন দল। বাংলাদেশকে যে ভালো চ্যালেঞ্জ জানাতে পারে, সেটি বলার অপেক্ষা রাখে না।