গাজীপুরের কালিয়াকৈরে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা ডুবে নিহত দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষ থেকে নিহতদের পরিবারকে মোট ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিহত শিশু অঙ্কিতার বাবার হাতে ২৫ হাজার টাকা এবং নিহত তন্ময়ের বাবার হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহামেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।