ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

সড়কে ঝরল রূপালী বাংলাদেশের সাংবাদিক রহিম শেখের ভাইয়ের প্রাণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০১:৩৫ পিএম
দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার এবং ইনসেটে মৃত আব্দুল গফুর শেখ। ছবি- রূপালী বাংলাদেশ

রূপালী বাংলাদেশের বিজনেস এডিটর রহিম শেখের বড় ভাই আব্দুল গফুর শেখ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বুধবার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, (বুধবার) সকাল ৬টার দিকে লইয়ারকুল ব্রিজের উপর প্রাইভেটকার ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মারা যান আব্দুল গফুর শেখ। তিনি উপজেলার মুসলিমবাগ এলাকার বাসিন্দা। পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের দমকল কর্মী মো. নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

শ্রীমঙ্গল সদর হাসপাতালের চিকিৎসক ডা. শারমিন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়।

আহত দুজন হলেন- শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য ও নিউ পূর্বাসা এলাকার বাসিন্দা অজয় সিং ও শ্রীমঙ্গল রেল গেইট এলাকার মো. তানভীর হোসেন (জনি)।  তাদের মধ্যে অজয় সিংকে মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে ও তানভীরের শারিরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটে প্রেরণ করা হয়েছে।

সিলেট বিভাগ ঢাকা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশের বিজনেস এডিটর রহিম শেখের বড় ভাই আব্দুল গফুর শেখের মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। গভীর শোক প্রকাশ করেছে রূপালী বাংলাদেশ পরিবার।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রূপালী বাংলাদেশের প্রধান সম্পাদক করিম আহমদ এবং সম্পাদক ও প্রকাশক মো. সায়েম ফারুকী।