ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

পাবনায় বিএনপির নির্বাচনি মতবিনিময় সভা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ১১:১৪ পিএম
পাবনায় বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা। ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে ভাঙ্গুড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডে জনসাধারণের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদ্রাসা মাঠে এই সভার আয়োজন করে ৯ নং ওয়ার্ড বিএনপি।

সভায় সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন প্রামানিক, এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরদার সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব জাফর ইকবাল হিরোক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ।

এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন কৃষিবিদ হাসান জাফির তুহিনের সহধর্মিণী কৃষিবিদ নিলুফার ইয়াসমিন হ্যাপি, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খান, ভাঙ্গুড়া পৌর বিএনপির সাবেক সভাপতি শামছুল হক, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হুমায়ুন কবীর, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতা-কর্মীরা, এবং প্রার্থী তুহিনের ছেলে জাফির ইফতি সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।