ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

পুলিশকর্মীকে কামড়ে পালানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

বরিশাল ব্যুরো
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ১০:৫০ পিএম
ছাত্রদল নেতা মাসুম হাওলাদার। ছবি- সংগৃহীত

বরিশালে গ্রেপ্তার এড়াতে পুলিশ সদস্যকে কামড়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটানো ছাত্রদল নেতা মাসুম হাওলাদারকে কেন্দ্রীয় ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের পক্ষ থেকে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল মহানগর ছাত্রদলের ১০ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদারকে সব ধরনের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৫ নভেম্বর রাত আড়াইটার দিকে ভাটারখাল স্পিডবোট ঘাট এলাকায় স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালাতে গেলে মাসুমের পরিবার ও স্থানীয় কয়েকজন হঠাৎ পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় লাঠি ও ইটপাটকেল নিক্ষেপে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক গোলাম মোহাম্মদ নাসিমসহ তিন পুলিশ সদস্য আহত হন।

হামলার মাঝেই ধস্তাধস্তির এক পর্যায়ে মাসুম এক এটিএসআইয়ের হাতে কামড়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে তার স্ত্রী রিমি বেগম, ভাই সোহেল হাওলাদার, বোন শিল্পী আক্তার ও বন্ধু রিফাতকে সেখান থেকে আটক করে পুলিশ।

ঘটনার পর পুলিশ বাদী হয়ে মামলা করে। পরবর্তীতে পলাতক থাকার তিন দিন পর আবার অভিযান চালিয়ে মাসুমকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

স্থানীয়ভাবে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর থেকে মাসুম ছাত্রদলের নাম ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এলাকাবাসীর অভিযোগ, সন্ত্রাসী তৎপরতা, মাদককারবার ও ছিনতাইয়ের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, মাসুম বর্তমানে মাদকসহ তিনটি মামলায় কারাগারে অবস্থান করছেন।