ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

বাকলিয়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি সম্পন্ন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৯:৩২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম-৯ আসনের বাকলিয়া থানার উদ্যোগে ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং জনগণের মধ্যে দলের নীতি ও কর্মসূচি প্রচার করা।

শুক্রবার (২৮ নভেম্বর) বাকলিয়া থানার উদ্যোগে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মো. শামসুল আলম বলেন, ‘আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষ প্রতীকে ভোট দিতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে, যাতে দেশনায়ক তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী হতে পারেন। দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে। প্রতিটি ওয়ার্ডে জনগণের পাশে থাকার মাধ্যমে ধানের শীষের গুরুত্ব আরও বাড়ানো হবে। আমরা চাই জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশকে উন্নতির পথে এগিয়ে নিক।’

লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে নগর বিএনপির সদস্য নরুল আলম রাজু, এ কে খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. তৈয়ব, নগর বিএনপির নেতা শাহজাহান সিরাজ, বাকলিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম আই চৌধুরী মামুন, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সেকান্দর, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তার খান, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইমরান ও সদস্য সচিব মিজান, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আলী আজগর, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এ টি এম ফরিদ ও সদস্যসচিব নাজিমুর রহমান নাজিম, চাক্তাই ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রফিক সওদাগর উপস্থিত ছিলেন।

এছাড়াও নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য এম. হানিফ, ১৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম. এইচ. চৌধুরী বাবলু ও সদস্য সচিব মো. ফারুক, ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইউনুছ, ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীরসহ যুবদল, ছাত্রদল ও মহিলা দলের অসংখ্য নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে তারেক রহমান ও ধানের শীষ প্রতীককে জনপ্রিয় করার প্রচেষ্টা চালানো হয়।

নেতারা বলেন, আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে দেশের জনগণ ধানের শীষে ভোট দিয়ে দেশের নেতৃত্বকে নতুন দিশা দেখাতে পারবেন।