গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ‘দেশের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদ আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে। ফ্যাসিবাদের সময়ে রাজপথে সোচ্চার থেকে প্রতিষ্ঠিত এই দল এখন দেশের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছে।’
শুক্রবার (২৮ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত গণঅধিকার পরিষদ জেলা কমিটি গঠন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
আবু হানিফ বলেন, ‘ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথ থেকে জন্ম নেওয়া দল গণঅধিকার পরিষদ। হামলা, মামলা ও জেল-জুলুম সহ্য করেছি, কিন্তু কোনো অপশক্তির সঙ্গে আপোষ করি নি। আমাদের অনেক সুযোগ ছিল, কিন্তু দেশের মানুষ প্রতারিত হোক, আমরা তা কখনো চাইনি। আমরা মানুষের মুক্তির জন্য কাজ করছি। স্বাধীনতার ৫৪ বছরে মানুষ অনেক দলের শাসন দেখেছে, এখন মানুষ পরিবর্তন চায়।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে গণঅধিকার পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফ্যাসিবাদের আমলে রাজপথে সোচ্চার থাকা সত্ত্বেও গণঅভ্যুত্থান পরবর্তী সুযোগ থাকা সত্ত্বেও আমরা চাঁদাবাজি, দখলদারি বা তদবির বাণিজ্যে জড়াইনি। ফলে বাংলাদেশের রাজনীতিতে আমাদের অবস্থান শক্তিশালী হয়েছে। জনগণ চাইলে আগামীতে গণঅধিকার পরিষদ রাষ্ট্র ক্ষমতায় আসবে। রাজনীতিতে আমাদের অবস্থান ভালো হওয়ায় বিএনপি ও জামায়াতসহ অন্যরা আমাদের জোটে দেখতে চায়।’
সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সুমন কবীর, যিনি বলেন, “মানুষ পরিবর্তন চায়, এ কারণে গণঅধিকার পরিষদ জন্মেছে। ২০১৮ সালের পর নুরুল হক নুরের সাহসী ভূমিকা রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হয়ে উঠেছে; তাকে ছাড়া আগামী সরকার গঠন সম্ভব হবে না।”
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি আল আমিন, সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সম্পাদক ইলিয়াস মিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম মাসুদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী শফিকুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সায়েম, সাংগঠনিক সম্পাদক সাদ হোসেন মুজাহিদ এবং জেলা যুব অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব রোমন মাহমুদ প্রমুখ।


