ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

প্রেমিক যুগলকে জিম্মি করে অর্থ আদায়, আটক ২

বরিশাল ব্যুরো
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৭:৫৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বরিশালে দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ, যারা দীর্ঘদিন ধরে কীর্তনখোলা তীরবর্তী এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। শহরের উত্তর অঞ্চলের বাসিন্দা হাসিব রহমান এবং সায়েম সিকদার নামে এই দুই যুবকের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন সময়ে মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। গত বুধবার শহরের চৌমাথা লেকপাড়ে প্রেমিক যুগলকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের প্রাক্কালে তাদেরকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগে একবার তাদের পিটুনিও দেওয়া হয়েছিল।

পুলিশ জানিয়েছে, উত্তর আমানতগঞ্জ এলাকার হাসিব রহমান এবং বেলতলার সায়েম সিকদারসহ ৫-৬ জনের একটি গ্রুপ নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বুধবার রাতে চৌমাথা লেকপাড়ে প্রেমিক যুগলের ছবি তুলে তারা অর্থ দাবি করেছিল। এ সময় তারা সংবাদ প্রকাশের হুমকি দিয়ে প্রেমিক যুগলের কাছ থেকে ১১ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল। কিন্তু আরও অর্থ দাবি করলে সমস্যা দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে প্রথমে ১১ হাজার টাকা নিলেও প্রেমিক যুগল নিশ্চুপ ছিলেন। দ্বিতীয় দফায় আরও অর্থ দাবি করা হলে তারা ক্ষুব্ধ হয়ে ভুয়া ৫-৬ সাংবাদিকের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তখন স্থানীয় দোকানিসহ পথচারীরা একত্রিত হয়ে তাদের চ্যালেঞ্জ করলে তারা নিজেদের সাংবাদিক প্রমাণে ব্যর্থ হয়ে জনরোষের মুখে পড়েন। এ সময় উত্তেজিত জনতা ধাওয়া দিয়ে হাসিব রহমান এবং সায়েম সিকদারকে আটক করতে সক্ষম হলেও বাকি ৪ সহযোগী পালিয়ে যায়।

বিস্ময়কর বিষয় হলো, এই গ্রুপটি সপ্তাহখানেক পূর্বে শহরের কলেজ এভিনিউ রোডের একটি বাসায় হানা দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল। সাংবাদিক পরিচয়ে স্বামী-স্ত্রীকে জিম্মি করে নগদ ১৫ হাজার টাকাসহ তিনটি মোবাইল ফোন নিয়ে গিয়েছিল। এই ভুয়া সাংবাদিকদের দুজনের আটকসংক্রান্ত খবর পেয়ে কলেজ এভিনিউ রোডের দম্পতি কোতয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এই গ্রুপটির বিরুদ্ধে মাদক ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে। সূত্র জানিয়েছে, হাসিব রহমানসহ গ্রুপের সদস্যরা আগে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল এবং স্থানীয় নেতাদের ছত্রছায়ায় পোর্টরোডে শ্রমিকের কাজ করত। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তারা বহুমুখী অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়।

২ ভুয়া সাংবাদিককে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি মিজানুর রহমান। তিনি জানান, ‘সাংবাদিক পরিচয়ে ৫-৬ যুবক শহরের চৌমাথায় প্রেমিক যুগলের ছবি তুলে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছিল। একপর্যায়ে তাদের কাছ থেকে ১১ হাজার টাকা হাতিয়ে নেওয়াও সম্ভব হয়েছিল। পরে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে আরও টাকা চাইলে সমস্যা সৃষ্টি হয়। সন্দেহভাজন স্থানীয়রা তাদের মধ্যে দুজন—হাসিব রহমান ও সায়েমকে আটক করে চ্যালেঞ্জ করলে তারা নিজেদের সাংবাদিক প্রমাণে ব্যর্থ হয়। এরপর পুলিশ তাদের ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে আসে। মামলার পর তাদের দুজনকে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠান।’

কলেজ এভিনিউসহ বিভিন্ন এলাকায় তাদের অপরাধ সংঘটিত হওয়ার বিষয়ে শুক্রবার রাতে ওসি মিজান বলেন, ‘বিভিন্ন মাধ্যমে মৌখিক অভিযোগ আসছে। তবে এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি। ভুক্তভোগীরা অভিযোগ করলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’