তিন বছরের জন্য (২০২৬ থেকে ২০২৮) জামায়াতে ইসলামীর আমির হিসেবে শপথ নিলেন ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ শপথ গ্রহণ অনুষ্ঠান।
শপথকার্যক্রম পরিচালনা করেন দলের অভ্যন্তরীণ নির্বাচন কমিশনের প্রধান এ টি এম মা’ছুম। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে বক্তব্য দেওয়ার সময় জামায়াত আমির বলেন, ‘রাজনীতিতে বিভাজন, মেজরিটি-মাইনরিটির সংঘাত ও বিদ্বেষ থেকে বেরিয়ে এসে দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘দুর্নীতি আর দুঃশাসনের কারণে জনগণ গত ১৫ বছর সুফল পায়নি। আলেম সমাজসহ প্রায় সব রাজনৈতিক দলই ছিল মজলুম। এমনকি অনেকের জন্য জেলখানাই ছিল প্রথম আশ্রয়স্থল।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ রাজনীতির দীর্ঘ দিনের কালো ছায়া থেকে বেরিয়ে এসেছে।’
শপথ গ্রহণ অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


