ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

আ. লীগের নিরপরাধদের রাজনীতির সুযোগ দিতে হবে: নুর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৮:৫৬ পিএম
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি- সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগের সবাই দোষী নয়। যারা নিরপরাধ, তাদের যাচাই-বাছাই করে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারে আয়োজিত ঢাকা–৫ আসনের প্রার্থী পরিচিতি ও সমাবেশে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘আগামী নির্বাচন জনগণের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং এটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি সতর্ক করে বলেন, ‘ফ্যাসিস্ট বা স্বৈরাচারী ফিরে এলে দেশ আবার নড়কে পরিণত হবে। তাই নির্বাচনের আগে সকল রাজনৈতিক দলকে স্বৈরাচারের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়াতে হবে।’

এছাড়া বিএনপি ও জামায়াতকে কোনো ধরনের সহিংসতায় লিপ্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।