যশোরে দৈনিক রূপালী বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় স্থানীয় দৈনিক স্পন্দন কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রূপালী বাংলাদেশ-এর যশোর প্রতিনিধি বিল্লাল হোসেন। এ সময় পত্রিকাটির নবযাত্রার প্রথম বছরের পথচলার সাফল্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর শহরের মাতৃসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনোতোষ বসু, সাবেক যুগ্ম সম্পাদক ইমরান হাসান টুটুল, বণিক বার্তা পত্রিকার যশোর প্রতিনিধি আব্দুল কাদের, দেশকাল নিউজ–এর যশোর প্রতিনিধি গোলাম মোস্তফা মুন্না, দৈনিক স্পন্দন–এর নিজস্ব প্রতিবেদক মিরাজুল কবীর টিটো এবং নয়া শতাব্দী পত্রিকার যশোর প্রতিনিধি মারুফ কবীর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক স্পন্দন–এর বার্তা সম্পাদক ও আজকালের খবর পত্রিকার যশোর প্রতিনিধি মিজানুর রহমান মুন। এ সময় বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রূপালী বাংলাদেশ সত্য ও নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে। গণতন্ত্র ও উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের কথা বলার মাধ্যমে রূপালী বাংলাদেশ মাটি ও মানুষের আরও কাছাকাছি পৌঁছাবে বলেও তারা আশাবাদ প্রকাশ করেন।



