ঢাকা শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

জমি বিক্রির নামে অর্থ আত্মসাৎ, ২ প্রতারক গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ১২:১১ এএম

গাজীপুরের শ্রীপুরে জমি বিক্রির নাম করে এক কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে সিআইডি। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। গ্রেপ্তাররা হলেনÑ শাহীন কাজী (৪৪) ও সায়েদুল ইসলাম (৪১)।

গতকাল শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তাররা জমিজমা সংক্রান্ত পরিচয় তৈরির মাধ্যমে প্রথমে ভুক্তভোগীর আস্থা অর্জন করত। এরপর তারা শ্রীপুর এলাকায় ২২ বিঘা জমি বিক্রি করতে পারবে বলে দাবি করে এবং ওই জমি বায়ন করার জন্য ভুক্তভোগীকে প্রলুব্ধ করে।

বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, দলিলপত্র তৈরি, ভূমি অফিসে যোগাযোগ ও রেজিস্ট্রি প্রস্তুতির মতো নানা অজুহাত দেখিয়ে তারা গত ৬ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত বিভিন্ন ধাপে ভুক্তভোগীর কাছ থেকে মোট ১ কোটি ৩০ লাখ টাকা নেয়।

তিনি বলেন, ২৬ মে জমি রেজিস্ট্রি হবে বলে জানানোর পর ওই দিন সকাল থেকেই প্রতারকদের ফোন বন্ধ পাওয়া যায়। এতে ভুক্তভোগী নিশ্চিত হন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল, ৪টি সিম, ১টি প্রাইভেট কার এবং নগদ ৪৬,৫০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

প্রতারণার শিকার হওয়ার পর ভুক্তভোগী গত মে মাসে ডিএমপির দারুস সালাম থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার গ্রহণের পর ব্যাংক লেনদেন যাচাই, আধুনিক প্রযুক্তির মাধ্যমে তথ্য বিশ্লেষণ এবং ভুক্তভোগীর বর্ণনার ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করে সিআইডি।

আসামিরা পরিকল্পিতভাবে বায়নানামার কথা বলে অর্থ গ্রহণ করলেও জমিটি তাদের মালিকানায় ছিল না বলে সিআইডির তদন্তে উঠে আসে।