ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

বেতাগীতে জেলা বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা, নেতাকর্মীদের ঢল

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ১১:২৮ পিএম
বেতাগী উপজেলার জেলা পরিষদের ডাকবাংলো মাঠে সংবর্ধনা অনুষ্ঠান। ছবি- রূপালী বাংলাদেশ

বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা জানিয়েছে বেতাগী উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো। 

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বেতাগী উপজেলার জেলা পরিষদের ডাকবাংলো মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে হাজারো নেতাকর্মীর ঢল নামে।

পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলে এটি এক বিশাল জনসমাবেশে রূপ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির মল্লিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।

শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম. হুমায়ূন কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির ১ নম্বর সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফজলুল হক মাস্টার, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক এজেডএম সালেহ ফারুক এবং জেলা বিএনপি নেতা জাফর হোসেন।

এ ছাড়াও বক্তব্য রাখেন বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবির, সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এস.এম. নুরুল ইসলাম পান্না এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী পিয়ারা বেগম।

নেতারা তাদের বক্তব্যে নবনির্বাচিত কমিটির প্রতি পূর্ণ সমর্থন ও আস্থার কথা জানান। সংগঠনের ঐক্য, উজ্জীবন ও সাংগঠনিক গতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার বার্তা দিয়েছে এই সংবর্ধনা, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।