ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ আর নেই

সিলেট ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ১০:২৫ এএম
ফারুক মাহমুদ চৌধুরী। ছবি- রূপালী বাংলাদেশ

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রশাসক এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি শুক্রবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতা নিয়ে তিনি গত মাসে নিউইয়র্কে যান। শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় সম্প্রতি তাকে এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফারুক মাহমুদ চৌধুরী ছিলেন সিলেট অঞ্চলের একজন সুপরিচিত সমাজকর্মী। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক সংগঠন ‘সুজন’ ছাড়াও বিভিন্ন প্রগতিশীল সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে গণতন্ত্র ও সুশাসনের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

তিনি সিলেটের সুশীল সমাজের একজন প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন। তাঁর দুই পুত্র বর্তমানে নিউইয়র্কপ্রবাসী।

কমিউনিটি সংগঠক জুয়েল চৌধুরী জানান, ফারুক মাহমুদ চৌধুরীকে ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে দাফন করা হবে। দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মরদেহ উডসাইডের আহলে বায়াত মসজিদ ফিউনারেল হোমে নেওয়া হবে এবং সেখানেই জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার সময় পরে জানানো হবে।

ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে দেশে ও প্রবাসে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।