প্রজাপতি প্রজাপতি
যাচ্ছ কোথায় ভাই?
তোমার মতো দুইটি ডানা
বল কোথায় পাই?
তোমার মতো ডানা পেলে
উড়ে যেতাম দূরে,
মনের সুখে পাহাড় নদী
দেখতাম ঘুরে ঘুরে।
ফুলের বনে ফুলের সাথে
মনের কথা হতো,
আমি হলাম ছোট্ট খুকি
ইচ্ছে আমার কত।
প্রজাপতি প্রজাপতি
যাচ্ছ কোথায় ভাই?
তোমার মতো দুইটি ডানা
বল কোথায় পাই?
তোমার মতো ডানা পেলে
উড়ে যেতাম দূরে,
মনের সুখে পাহাড় নদী
দেখতাম ঘুরে ঘুরে।
ফুলের বনে ফুলের সাথে
মনের কথা হতো,
আমি হলাম ছোট্ট খুকি
ইচ্ছে আমার কত।