ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

রাস্তা সংস্কারের দাবিতে বাগেরহাটে এলাকাবাসীর মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৫:৫৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জের ১১নং বহরবুনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সরকারি রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে হোগলাবুনিয়া ও সূর্যমুখী গ্রামের ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘সরকারি রাস্তা সংস্কার করে জনগণের চলাচলের অধিকার ফিরিয়ে দাও’ এই স্লোগানে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

স্থানীয় বাসিন্দা এইচ এম গিয়াস হোসেন বলেন, ‘হোগলাবুনিয়া থেকে সূর্যমুখী গ্রামের সংযোগকারী এই পথটি দুই গ্রামসহ আশেপাশের ইউনিয়নের মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা।’

লুফতফা বেগম বলেন, ‘দীর্ঘ ৫০ বছর ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় এখন বিদ্যালয়, মাদ্রাসা, মন্দির, আশ্রয়কেন্দ্র ও বিশুদ্ধ পানির উৎসে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে নিয়মিত যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে।’

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘রাস্তা জনগণের, তাই অবিলম্বে সরকারি রাস্তাটি সংস্কার করতে হবে এবং জনগণের চলাচলের অধিকার ফিরিয়ে দিতে হবে।’