দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর চেষ্টা করার সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভেলারপাড় গ্রামসংলগ্ন সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দিনাজপুর আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার দুই নেতা হলেন, বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল (৫৭) এবং বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন (৪৮)।
দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, বৃহস্পতিবার রাতে ভেলারপাড় সীমান্তের কাছে স্থানীয় কয়েকজন যুবক দুই ব্যক্তিকে ইজিবাইকে যেতে দেখেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশের একটি দল গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে গ্রেপ্তার এড়াতে নিরাপদ রুট মনে করে বিরামপুরের কাটলা সীমান্ত দিয়ে দেশীয় দালালের মাধ্যমে ভারতে পালানোর পরিকল্পনা করেছিলেন।
তিনি বলেন, হাফিজুর রহমান ইকবালের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা ও উজিরপুর মডেল থানায় আরও দুটি মামলা রয়েছে। অন্যদিকে মাহমুদুল আজাদ রিপনের বিরুদ্ধেও একটি রাষ্ট্রদ্রোহ মামলা এবং বরগুনা সদর থানায় দুটি মামলা রয়েছে।