ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ ২০২৫-এ স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও উপস্থিত ছিলেন।
শুরুতেই কুচকাওয়াজের মধ্য দিয়ে মঞ্চে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। এরপর রাজনৈতিক দলগুলোর নেতারা মঞ্চে উপস্থিত হন। তবে সেনাপ্রধান মঞ্চে বসেননি, তিনি অতিথি আসনে ছিলেন।
ঘড়ির কাঁটার ঠিক ৫টা ৫ মিনিটে প্রথমে রাজনৈতিক দলের দুইজন করে প্রতিনিধি এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সদস্যরা সনদে স্বাক্ষর করেন। এরপর ৫টা ৭ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সনদে স্বাক্ষর করেন। স্বাক্ষরের পর তারা সনদ উঁচিয়ে ধরে উপস্থিত গণমাধ্যমকে দেখান।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘জুলাই জাতীয় সনদ শুধুমাত্র আমাদের দেশের জন্য নয়, এটি সারা দুনিয়ার জন্য উদাহরণ হয়ে থাকবে।’
উল্লেখ্য, সেনাপ্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তবে তিনি কোনো বক্তব্য দেননি।