সরকারি চাকরিজীবীরা চলতি অক্টোবর মাসে টানা চারদিন ছুটি কাটানোর সুযোগ পাবেন। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে ছুটি এবং ঐচ্ছিক ছুটি মিলিয়ে এ সুযোগ তৈরি হবে। চলতি বছরের ধর্মীয় উৎসবের জন্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বার্ষিক ছুটির তালিকার সঙ্গে যুক্ত করে তাদের ঐচ্ছিক ছুটি গ্রহণ করতে পারবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, ধর্মীয় উৎসব অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নেওয়া যায়। তবে এই ছুটি গ্রহণের জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন বাধ্যতামূলক। প্রতি বছর নিজের ধর্ম অনুযায়ী ছুটির দিনগুলো বার্ষিক ছুটির তালিকায় নির্ধারিত থাকে।
চলতি মাসে বিশেষ সুবিধাটি পাওয়া যাবে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তাদের জন্য। ২০ অক্টোবর সোমবার শ্যামা পূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে। এর আগে ১৭ অক্টোবর শুক্রবার এবং ১৮ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। যদি ১৯ অক্টোবর রোববার ১ দিনের ছুটি যুক্ত করা হয়, তাহলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত টানা চারদিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন।
ঐচ্ছিক ছুটির নিয়ম অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও প্রযোজ্য। মুসলিমরা ৫টি ধর্মীয় পর্বের মধ্যে সর্বোচ্চ ৩ দিন, সনাতন ধর্মাবলম্বীরা ৮টি ধর্মীয় পর্বের মধ্যে সর্বোচ্চ ৩ দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীরা ৭টি পর্বে সর্বোচ্চ ৩ দিন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা ৬টি ধর্মীয় পর্বে সর্বোচ্চ ৩ দিন পর্যন্ত ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।
এই ব্যবস্থার মাধ্যমে সরকারি চাকরিজীবীরা তাদের ধর্মীয় এবং সাধারণ ছুটির সুযোগকে একত্রিত করে সুবিধাজনকভাবে বিশ্রাম, পারিবারিক সময় এবং অন্যান্য ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করতে পারবেন। বিশেষ করে চলতি অক্টোবর মাসের এই টানা চারদিনের ছুটি অনেকের জন্য স্বস্তি ও পরিকল্পনার সুযোগ হিসেবে প্রমাণিত হবে।