ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

যাত্রাবাড়ীতে কিশোর হত্যার মোটিভ খুঁজছে পুলিশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ১২:৩৭ এএম

রাজধানীর যাত্রাবাড়ী নবীনগর এলাকার একটি গলি থেকে এক হিমু ওরফে কালু (১৭) বছরের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, এটি একটি হত্যাকা-, কিশোরের শরীরে একাধিক ধারালো অস্ত্রেও আঘাতের চিহ্ন লক্ষ করা গেছে। গতকাল শুক্রবার সকালে দক্ষিণ যাত্রাবাড়ী নবীনগর রোডের মেডিবাংলা হাসপাতালের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত হিমুর খালাতো বোন জামাই হাসান খান বলেন, যাত্রাবাড়ী মীরহাজীরবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকত হিমু। তার বাবার নাম মিন্টু মিয়া, পেশা হিসেবে কোনো কিছুই করত না হিমু। তবে সে নেশগ্রস্ত ছিল। বেশ কয়েক দিন তাকে রিহ্যাবে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, গতকাল সন্ধ্যায় বাসা থেকে বের হয় হিমু। এরপর রাত ২টার দিকে বাসায় ফেরে। তবে এত রাতে বাসায় ফেরায় তার মা রেখা বেগম রাগ করে দরজা খোলেননি। পরের দিন সকালের দিকে সংবাদ পাওয়া যায়Ñ তাকে হত্যা করা হয়েছে, তবে কারা এ হত্যাকা-ের সঙ্গে জড়িত, তা ঘটনাস্থলের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখছে পুলিশ।

এদিকে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, ৯৯৯-এর মাধ্যমে সংবাদের ভিত্তিতে নবীনগর রোডের মেডিবাংলা হাসপাতালের একটি গলি থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ওই কিশোরের মাথাসহ শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরিবার থেকে জানা যায়, সে মাদকাসক্ত ছিল। রিহ্যাবে ভর্তিও ছিল। ধারণা করা হচ্ছে, অন্য কোনো মাদকাসক্ত তাকে খুন করতে পারে। তবে ঘটনাস্থলে একটি সিসি ক্যামেরা ছিল, সেটি ছিঁড়ে ফেলেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।