ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ইউক্রেন যুদ্ধ

হাঙ্গেরির বুদাপেস্টে হবে ট্রাম্প-পুতিনের পরবর্তী বৈঠক

ভিনেদেশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০২:০৮ এএম

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে এক ফোনালাপ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তারা দুজন শিগগিরই হাঙ্গেরিতে মুখোমুখি বসছেন। গত বৃহস্পতিবারের ওই ফোনালাপে ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘অসাধারণ অগ্রগতি’ হয়েছে বলেও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন।

ট্রাম্প বলেছেন, পুতিনের সঙ্গে ওই আলাপ খুবই ফলপ্রসূ হয়েছে। ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিদল আগামী সপ্তাহেই বসবে বলেও তিনি জানিয়েছেন।

বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠকের দিনক্ষণ জানাননি মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, খুব খোলামেলা ও আস্থাপূর্ণ ফোনালাপের পর দুই নেতার বৈঠক আয়োজনের কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হোয়াইট হাউস সফরের আগের দিন পুতিন-ট্রাম্প এ ফোনালাপ হলো।

রাশিয়ার অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টোমাহক ক্ষেপণাস্ত্র দেবে কি না তা নিয়ে ট্রাম্পের ভাবনার মধ্যেই গতকাল শুক্রবার জেলেনস্কি হোয়াইট হাউস আসেন। যুক্তরাষ্ট্রে নামার পর ইউক্রেনের এ প্রেসিডেন্ট বলেছেন, টোমাহকের কথা শোনার পরপরই মস্কো ফের আলোচনা শুরু করতে তৎপর হয়ে উঠেছে।

রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলা শেষে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, তিনি ও পুতিন ‘ইউক্রেনে যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বাণিজ্য বিষয় নিয়ে দীর্ঘসময় কথা বলেছেন।’

তিনি জানান, দুই দেশের উচ্চপদস্থ উপদেষ্টারা আগামী সপ্তাহে অজ্ঞাত এক জায়গায় বৈঠকে বসবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।