ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

হৃদয় জুড়ে দুই প্রজন্মের মেলবন্ধন

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০১:৫৯ এএম

নব্বই দশককে চলচ্চিত্রের গানের স্বর্ণযুগ হিসেবে মনে করা হয়। সেই সময়ের অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী সালমা জাহান। তার গাওয়া ‘তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা’, ‘উত্তরে ভয়ংকর জঙ্গল’, ‘তুমি একবার এসে দেখে যাও’, ‘পৃথিবীকে ভালোবেসে সুরে সুরে কাছে এসে’সহ অগণিত গান এখনো সিনেমাপ্রেমী শ্রোতাদের মুখে মুখে ফেরে। ব্যক্তিজীবনে নিভৃতচারী এই সংগীতশিল্পী পরবর্তীতে নানা কারণে গানের ভুবনে অনিয়মিত হয়ে পড়েন।

কি কারণে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ তিনি অনিয়মিত হয়ে পড়েন সেই ব্যাখ্যায় সালমা জাহান বলেন, ‘নব্বইয়ের দশকে আমি প্লেব্যাক শিল্পী হিসেবে সক্রিয় ছিলাম; সেই সময়ের বহু জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়ার সৌভাগ্য হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সংগীতজগতে কিছু ভুল তথ্য ছড়িয়ে পড়ে, যার বিষয়ে আমি দীর্ঘদিন অবগত ছিলাম না। অনেকে ভেবেছিলেন আমি আর সংগীতে সক্রিয় নই, বিদেশে পাড়ি জমিয়েছি; কিংবা পারিবারিক বা ব্যক্তিগত কোনো কারণে সংগীত থেকে দূরে সরে গেছি, আসলে তা নয়। এই পুরো সময়জুড়ে আমি বিটিভি ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সংগীতের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকেছি।’

তিনি আরও বলেন, ‘নব্বইয়ের দশকের পর চলচ্চিত্র সংগীতের ধারা ও পরিবেশে কিছু পরিবর্তন আসে। যে রূপান্তর সংগীতের প্রেক্ষাপটে প্রভাব ফেলেছিল। সেই সময় হয়তো চলচ্চিত্রে নিয়মিত কাজ করা হয়ে ওঠেনি, তবে সংগীতচর্চা কখনোই থেমে থাকেনি। আজ বহু বছর পর শ্রোতাদের অবিরাম ভালোবাসা, পরিবার এবং সহশিল্পী ও সংগীত, সংগীদের অনুপ্রেরণায় আমি নতুন উদ্যমে ফিরে এসেছি। আমার এই প্রত্যাবর্তন মূলত শ্রোতাদের ভালোবাসা ও অনুপ্রেরণার প্রতিফলন। আমি নতুন মৌলিক গান নিয়ে হাজির হচ্ছি এবং ভবিষ্যতে আরও মৌলিক গান উপহার দেওয়ার প্রতিশ্রুতি রাখছি আমার প্রিয় শ্রোতাদের জন্য।’

সম্প্রতি বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় শিল্পী মোমিন বিশ্বাসকে সঙ্গে নিয়ে নতুন একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের শিরোনাম ‘হৃদয় জুড়ে’। গীতিকার ইঞ্জিনিয়ার সামছুল আলমের কথায় গানটির সুর ও সংগীতায়োজনে করেছেন গুণী সংগীত পরিচালক অমিত চ্যাটার্জি।

রোমান্টিক এই দ্বৈত গানটি নিয়ে অমিত চ্যাটার্জি বলেন, ‘সালমা জাহান চলচ্চিত্রের গানের তুমুল জনপ্রিয় একজন পরীক্ষিত শিল্পী, আর মোমিন বর্তমান প্রজন্মের অন্যতম প্রতিভাবান শিল্পী। দুই প্রজন্মের দুই শিল্পীর মেলবন্ধনে চমৎকার একটি গান হয়েছে বলে বিশ্বাস করি। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’

একই উচ্ছ্বাস এবং আশাবাদ প্রকাশ করেন শিল্পী মোমিন বিশ্বাসও। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি সালমা জাহানের গায়কীর অনেক বড় একজন ভক্ত। শৈশবের রঙিন স্বপ্নময় দিনগুলোতে তার গাওয়া চলচ্চিত্রের গান শুনে অন্যরকম ভালোলাগা কাজ করত। নিভৃতচারী গুণী এই সংগীতশিল্পীর সঙ্গে চমৎকার একটি রোমান্টিক গান গাওয়ার সৌভাগ্য হয়েছে। আশা করছি, গানটি প্রকাশ্যে এলে সবার ভালো লাগবে।’