চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্যারেট মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ‘ডা. এ কে এম ফজলুল হক ফুটবল টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী দর্শক ও তরুণ সমাজের বিপুল উপস্থিতি অনুষ্ঠানস্থলকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম-০৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, গণমানুষের প্রিয় নেতা ডা. এ কে এম ফজলুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি ও মজলিসে শুরা সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব ফয়সাল মুহাম্মদ ইউনুস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি জনাব তানজির হোসেন জুয়েল, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব লুৎফর রহমান, চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ার, কোতয়ালী থানা আমির আমির হোসেন, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশীদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তৌহিদ আজাদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জনাব আরিফুল ইসলাম এবং চকবাজার থানা নায়েবে আমির হান্নান সাহেব।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইলিয়াস।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন ‘মাদকমুক্ত ও নৈতিকতাভিত্তিক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, দলগত চেতনা সৃষ্টি করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে।’
উদ্বোধক ডা. এ কে এম ফজলুল হক বলেন, ‘খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি সমাজ গঠনের শক্তিশালী উপাদান। তরুণদের আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশে ক্রীড়া কার্যক্রমের ভূমিকা অপরিসীম।,
সভাপতির বক্তব্যে ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেন, ‘এই টুর্নামেন্ট হবে ঐক্য, ভ্রাতৃত্ব ও ইতিবাচক সমাজ গঠনের প্রতীক। তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক মানসিকতার দিকে উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য।’
আয়োজক কমিটির সফল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জনাব আমান উল্লাহ আমান, এরশাদুল ইসলাম, শাহাদাত হোসেনসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ টুর্নামেন্টের সুষ্ঠু ও সফল সমাপ্তি কামনা করেন এবং তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের চর্চায় আত্মনিয়োগের আহ্বান জানান।
উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম কলেজ রোড একাদশ ও আইআইইউসি একাদশ।