ফিলিস্তিনের জনপ্রতিরক্ষা বিভাগ বলছে, গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন। গাজা সিটির আল যেইতুন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জনপ্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, শাবান পরিবারের সদস্যদের নিয়ে একটা গাড়ি ভুলবশত হলুদ সীমারেখা অতিক্রম করলে হামলা চালায় ইসরায়েল। এতে ৭ শিশু ও ২ নারীসহ ১১ জন নিহত হয়। হামলার আগে কোনো ধরনের সতর্ক সংকেত দেয়নি আইডিএফ।
প্রসঙ্গত, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর, গাজার ভেতর থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। হলুদ সীমারেখা হল গাজাবাসী ও ইসরায়েলি সেনাদের মধ্যে চলাচল সীমাবদ্ধকারী পথরেখা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ১০ অক্টোবর কাতার, যুক্তরাষ্ট্র, মিসর ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও তা পুরোপুরি মানছে না ইসরায়েল। গাজায় হামলার পাশাপাশি রাফাহ সীমান্ত এখনো বন্ধ রেখেছে নেতানিয়াহু প্রশাসন।
যুদ্ধবিরতির শর্তানুযায়ী, প্রথম ধাপে ইসরায়েলের ৪৮ জিম্মিকে ফেরত দিতে হবে হামাসকে। ইতিমধ্যে জীবিত ২০ জিম্মিকে ফেরত দিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি। বাকি ২৮ মৃত জিম্মিদের মধ্যে এখন পর্যন্ত ১০ জনের লাশ ফেরত দিয়েছে হামাস। বাকি ১৮ জিম্মির মরদেহ খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে তাদের।
কারণ হিসেবে প্রতিরোধ সংস্থাটি জানিয়েছে, গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কারণে মৃত জিম্মিদের লাশ খুঁজে পেতে দেরি হচ্ছে। এ জন্য ইসরায়েলকে দায়ী করেন তারা। কারণ ধ্বংসস্তূপ সরাতে যে পরিমাণ সরঞ্জমাদি দরকার, গাজায় তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল।