ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরে ৯ বছর পর আড়াই শতক জমির দখল ফিরে পেলেন প্রকৃত মালিক। আদালতের নির্দেশে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ঢোল পিটিয়ে ও লাল নিশানা টাঙিয়ে জেলা ও দায়রা জজ আদালতের নাজির সরেজমিনে গিয়ে জমির দখল বাদী আইয়ুব আলীর কাছে হস্তান্তর করেন।
২০১৭ সালে জমির মালিকানা নিয়ে আইয়ুব আলী সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন প্রতিবেশী বাবুল হোসেনের বিরুদ্ধে।
উভয়পক্ষের দাখিলকৃত কাগজপত্র ও স্থানীয়দের সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয় ওই জমির মূল মালিক আইয়ুব আলী। আদালত তার পক্ষে রায়ও দেন।
আদালতের রায় বাস্তবায়নে উপস্থিত ছিলেন নাজির, পুলিশের একটি দল ও স্থানীয় প্রশাসন। আইয়ুব আলী জমি ফিরে পেয়ে আদালত ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।