চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিরামিক শিল্পে ব্যবহৃত ‘বল ক্লে’ বহনকারী একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে পতেঙ্গা নেভাল একাডেমি সংলগ্ন সমুদ্র এলাকায় একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ‘এমভি জায়ান’ নামের জাহাজটি তলা ফেটে ডুবে যায়।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে থাকা ১৩ নাবিককেই জীবিত উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ‘বহির্নোঙর থেকে জাহাজটি সিরামিক তৈরির উপাদান বল ক্লে (কাদামাটি) নিয়ে কর্ণফুলী নদীর ভেতরে যাচ্ছিল। ডুবির ঘটনায় বন্দরের জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।’
জাহাজটির মালিক প্রতিষ্ঠান সি ওয়ার্ল্ড শিপিং লিমিটেড। জাহাজে প্রায় ১,২০০ টন বল ক্লে ছিল বলে জানা গেছে।
কোম্পানির অপারেশনাল এক্সিকিউটিভ মোহাম্মদ খলিল জানান, ‘বল ক্লে নিয়ে আসার সময় জাহাজটি নেভাল বিচের অদূরে ধাক্কা খেয়ে তলা ফেটে যায়। পরে হ্যাজে পানি ঢুকে ধীরে ধীরে ডুবে যায়।’
বন্দর সচিব আরও বলেন, ‘এমভি জায়ানের প্রায় ৯০ শতাংশ ডুবে গেছে। জাহাজ মালিককে দ্রুত এটি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।’