চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশেদুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।
শনিবার (১৮ আক্টোবর) বিকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের কাফকো সেন্টার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। জুলাই অভ্যুত্থান হঠাৎ কোনো ঘটনা নয়,এটি বিএনপির ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনেরই যৌক্তিক পরিণতি বা ফল।
তিনি আরও বলেন, শাহ আমানত সেতুর অবিলম্বে টোল প্রত্যাহার করে সেতুটি উভয় পাড়ের মানুষের জন্য সম্পূর্ণ টোলমুক্ত ঘোষণা করুক।এবং কর্ণফুলী টানেল টোল কমানোর দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা ডা. বাবর, শাহাদত হোসেন, আব্দুল সালেম, ইছুফ, হারুন, উপজেলা যুবদল নেতা ইঞ্জিনিয়ার মামুন, সোলেমান, আবদুর রাজ্জাক, উপজেলার কৃষক দল সদস্য রাশেদ, চাতরী ইউনিয়ন শ্রমিকদলে সাবেক সভাপতি সেলিম, এমরান, ফোরকান, সুমন, মো. জামাল স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।