ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

রেলের মাটি বিক্রি করছেন বিএনপি নেতা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৬:৫৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের সয়দাবাদ রেলস্টেশন সংলগ্ন এলাকায় দিনদুপুরে রেলের মাটি এক্সকাভেটর (ভেকু) দিয়ে কেটে বিক্রি করছেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক।

সরেজমিনে দেখা গেছে, যমুনা বহুমুখী সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদ রেলস্টেশন ও সৌরবিদ্যুৎ প্ল্যান্টসংলগ্ন জায়গায় রেলওয়ের কাজ শেষে বিপুল পরিমাণ মাটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। ওই মাটি ভেকু দিয়ে কেটে ট্রাকে তোলা হচ্ছে, আর প্রতিটি ট্রাক মাটি বিক্রি হচ্ছে দুই হাজার টাকায়।

স্থানীয়রা জানান, প্রতিদিন প্রায় ৯০ থেকে ১০০টি ট্রাকে এসব মাটি বিক্রি করা হচ্ছে। এসব মাটিবাহী ট্রাক ইকোনমিক জোনের কাজের সড়ক দিয়েই চলাচল করছে, এতে চলমান প্রকল্পের কাজও ব্যাহত হচ্ছে।

বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক বলেন, ‘রেল কর্তৃপক্ষ মাটিগুলো সরিয়ে পরিষ্কার করবে। তাই তারা রনি নামে এক ব্যক্তির কাছে এসব মাটি বিক্রি করেছে। রনির কাছ থেকেই আমরা মাটি ক্রয় করে বিক্রি করছি।’

এ বিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের ভূসম্পত্তি কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।