গাজীপুর মহানগরীর গাছা এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে আহত এক কিশোরের মৃত্যুর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে নিহতের স্বজন ও স্থানীয়রা।
নিহতের নাম কিশোর হাসন (১৬)। তিনি চাঁদপুর জেলার সদর থানাধীন বিশ্বনন্দী এলাকার কবির হোসেনের ছেলে। শনিবার (১৮ অক্টোবর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের লাশ নিয়ে শনিবার বেলা ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ করে মহসড়ক অবরোধ করেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
নিহত স্বজনরা জানায়, গত ৮ অক্টোবর ভোর আনুমানিক ৬টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন পশ্চিম কলমেশ্বর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চোর সন্দেহে হাসনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে হাসনের মৃত্যুর সংবাদে এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের স্বজন স্থানীয় উত্তেজিত জনতা তার লাশ নিয়ে বিক্ষোভ করে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, নিহত হাসনের লাশ ময়নাতদন্ত নিয়ে তার স্বজনদের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়, পরিবার চেয়েছিল ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করার। পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ হাসপাতালে নেওয়ার সময় উত্তেজিত জনতা বিক্ষোভ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।