ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সৌদি প্রো লিগ সালাহকে কিনতে রেকর্ড দাম প্রস্তাব

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৯:৫৮ এএম
মোহাম্মদ সালাহ। ছবি - সংগৃহীত

সৌদি প্রো লিগ মোহাম্মদ সালাহকে দলে টানতে প্রায় ২০০ মিলিয়ন ডলারের রেকর্ড প্রস্তাব প্রস্তুত করছে- এমন খবর এখন ফুটবল দুনিয়ায় সবচেয়ে আলোচিত বিষয় হেয়ে দাঁড়িছে। লিভারপুল তারকার সঙ্গে ক্লাবের সম্পর্ক টানাপোড়েনের মধ্যেই এই সংবাদ সামনে আসে, যা জানুয়ারির ট্রান্সফার উইন্ডোকে আধুনিক যুগের অন্যতম বড় নাটকীয় অধ্যায়ে পরিণত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে লিভারপুলে সময়টা খুব একটা সহজ যাচ্ছে না মিশরীয় ফরোয়ার্ডের। টানা তিন ম্যাচ বেঞ্চে রাখা এবং দলীয় ব্যর্থতার দায় নিজের ওপর চাপানো হচ্ছে- এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন সালাহ। লিডসের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, ‘মনে হচ্ছে ক্লাব আমাকে বাসের নিচে ফেলে দিয়েছে। খুব স্পষ্টভাবেই আমাকে বলির পাঁঠা বানানো হচ্ছে।’ যদিও তিনি কার দিকে ইঙ্গিত করছেন তা প্রকাশ করেননি।

এদিকে ইংলিশ সংবাদমাধ্যমাধ্যম টিম টক জানিয়েছে, সালাহকে নিয়ে গ্রীষ্মের পরিবর্তে এই জানুয়ারিতেই রেকর্ড ভাঙা অফার নিয়ে ফিরতে প্রস্তুত সৌদি প্রো লিগ। প্রস্তাবে বার্ষিক ১৫০ মিলিয়ন পাউন্ড বেতন, সৌদি পর্যটনের আনুষ্ঠানিক দূতের ভূমিকা, ভবিষ্যতে কোনো ক্লাবের আংশিক মালিকানা, এবং আরব অঞ্চলে সালাহর সম্ভাব্য বিনিয়োগে বিশেষ সহায়তা- সবই থাকতে পারে।

সালাহর আগের চুক্তি নবায়নের সময়ও এমন অফারের গুঞ্জন ছিল, যা ২০২৬ সালে আবার আসতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিষয়টি যে আরও ত্বরান্বিত হতে পারে, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

সব মিলিয়ে ফুটবল দুনিয়ার নজর এখন জানুয়ারির উইন্ডোতে। প্রশ্ন একটাই- লিভারপুল কি তাদের তারকা খেলোয়াড়কে ধরে রাখতে পারবে, না-কি মো সালাহই ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে সৌদি প্রো লিগে পা রাখবেন?