পটুয়াখালীর কলাপাড়ায় এক নারীর সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালক আফজাল হোসেনের অনৈতিক কাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বইছে। বিষয়টি এখন ‘টক অব দ্য টাউন’ হিসেবে আলোচিত।
ভাইরাল ভিডিও সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, এক অসহায় ও স্বামী পরিত্যক্তা নারীকে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ইউএনও কার্যালয়ের পাশে ড্রাইভারের বিশ্রাম কক্ষে তাকে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করেন অভিযুক্ত ড্রাইভার আফজাল হোসেন।
পরবর্তীতে সেই সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ড্রাইভার আফজাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও নাম্বারটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, ‘ভিডিওর বিষয়টি আমরা জেনেছি। অভিযুক্ত ড্রাইভারের বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে ইতোমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনাটি বর্তমানে তদন্তাধীন এবং সাধারণ মানুষের মাঝে স্বচ্ছ তদন্ত ও যথাযথ শাস্তির দাবি উঠেছে।


