ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রীপুরে প্রতিবন্ধীদের দোয়া মাহফিল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ১১:৩৭ এএম
শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির কার্যালয় প্রাঙ্গণে এই দোয়ার আয়োজন করা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রতিবন্ধীদের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর) সকালে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির কার্যালয় প্রাঙ্গণে এই দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির আজাদ মন্ডল, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক মাহফুল হাসান হান্নানসহ স্থানীয় নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক। তিনি দেশের অগণিত মানুষের ভালোবাসার নেতা। আজ তিনি অসুস্থ-এ কারণে দেশের মানুষ গভীর উদ্বেগে আছেন। গণতান্ত্রিক বাংলাদেশে তাঁর সুস্থতা অত্যন্ত প্রয়োজন। তিনি সকলকে দল-মত নির্বিশেষে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান জানান।

দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দেড় শতাধিক প্রতিবন্ধী নারী-পুরুষ অংশ নেন। অনুষ্ঠানের শেষে বেগম জিয়ার দ্রুত রোগমুক্তি ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।