ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃহস্পতিবার (০৪ নভেম্বর) ভোরে নতুন করে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভোর ৬টা ১৫ মিনিটে এই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ১।
এর আগে গত ২১ নভেম্বর দেশের বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর থেকে ধারাবাহিকভাবে কম্পন অনুভূত হচ্ছে। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, ওই দিনের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প ছিল শেষ ৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী। ঢাকার কাছাকাছি নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়ায় রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক আরও বাড়ে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই সপ্তাহের মধ্যে ঢাকায় অন্তত সাত দফা কম্পন অনুভূত হয়েছে, যার অধিকাংশ নরসিংদী এলাকার বিভিন্ন স্থানে উৎপত্তি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানিয়েছেন, এ সব কম্পনকে আফটারশক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘বড় ভূমিকম্পের পর বেশ কয়েকটি ছোট মৃদু কম্পন রেকর্ড হয়েছে। ভবিষ্যতে আরও কম্পন ঘটতে পারে কি না, তা এখন পর্যন্ত নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।’
তবে ভূতাত্ত্বিকরা সতর্ক করে আসছেন যে, বাংলাদেশের অবস্থান সক্রিয় প্লেট সীমান্তে, তাই যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প ঘটার সম্ভাবনা আছে।
বিশেষজ্ঞদের মতে, ধারাবাহিক ছোট ও মাঝারি মাত্রার কম্পনগুলো ভবিষ্যতে বড় ভূমিকম্পের সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে।
বাংলাদেশে বড় ভূমিকম্পের সম্ভাব্য দুটি প্রধান উৎস চিহ্নিত করা হয়েছে। প্রথমটি হলো ‘ডাউকি ফল্ট’, যা ভারতের শিলং মালভূমির পাদদেশ থেকে ময়মনসিংহ–জামালগঞ্জ–সিলেট অঞ্চলে বিস্তৃত এবং প্রায় ৩৫০ কিলোমিটার দীর্ঘ। দ্বিতীয়টি হলো সিলেট থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত এলাকা, যা সমগ্রভাবে ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত সংযুক্ত। বিশেষজ্ঞরা দ্বিতীয় উৎসটিকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছেন।
ঢাকার ৩২টি এলাকায় জরিপে দেখা গেছে, সবুজবাগ, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, কাফরুল, ইব্রাহিমপুর, কল্যাণপুর, গাবতলী, উত্তরা, সূত্রাপুর, শ্যামপুর, মানিকদী, মোহাম্মদপুর, পল্লবী, খিলগাঁও ও বাড্ডা এলাকা ভূমিকম্পে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। দক্ষিণাঞ্চল তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে থাকা সত্ত্বেও, উত্তরের কাফরুল, ইব্রাহিমপুর, কল্যাণপুর, মানিকদী ও গাবতলীও উচ্চ ঝুঁকিতে রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক ধারাবাহিক কম্পনগুলো ভবিষ্যতে বড় ভূমিকম্পের সম্ভাবনার দিক নির্দেশ করছে।
-20251204095423.webp)


