ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

রূপগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ১১:৩৬ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাড়ে ৭০ কেজি গাঁজাসহ সাজিবুর রহমান (৬১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১।

বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বড়ালু পাড়াগাঁও এলাকা থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়। আটককৃত সাজিবুর রহমান ওই এলাকার মৃত রহমতউল্লাহ আড়ৎদারের ছেলে।

র‍্যাব-১১ জানায়, মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য সাজিবুর রহমান দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।

বুধবার রাতে র‍্যাব-১১-এর সিপিসি (নারায়ণগঞ্জ) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাজিবুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় সাড়ে ৭০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, সাড়ে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি সাজিবুর রহমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।