ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

দুমকিতে অগ্নিকাণ্ডে হোটেল ভস্মীভূত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ১১:০৬ এএম
পুড়ে ছাই হয়ে যাওয়া হোটেল। ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকি উপজেলার নতুন বাজারে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হোটেলটি সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে দুমকি নতুন বাজার (হলপট্টি) এলাকার অগ্রণী ব্যাংকের পূর্ব পাশের গলির ভেতরে অবস্থিত মো. সোহেল হাওলাদারের খোরশেদ কাক্কুর হোটেল-এ আগুন লাগে। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হোটেলের অধিকাংশ অংশ পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হোটেলের চুলার ওপর ও পাশে রাখা লাকড়ি থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে দমকল বাহিনী ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আনসার সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে হোটেলটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. জলিল হাওলাদার জানান, হোটেল মালিক সোহেল হাওলাদারের অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যবসায়ী মিজানুর রহমান জানান, হোটেলটির রান্নার মান ভালো হওয়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ অনেকেই দিনে তিন বেলা খাবার খেতেন।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. ইব্রাহিম খলিল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজন এবং বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার ওপর লাকড়ি শুকাতে রাখার সময়ই আগুনের সূত্রপাত। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।