মাত্র ১৩ দিনের ব্যবধানে পঞ্চমবারের মতো ভূমিকম্পে কেঁপে উঠেছে নরসিংদী। পরপর একাধিক ভূমিকম্পে স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক। বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া মিলছে না, আর সাধারণ মানুষ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ৬টার দিকে নরসিংদীতে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থলও ছিল নরসিংদী। হালকা কম্পন হলেও পরপর ভূমিকম্পের ঘটনায় মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এর আগের ভূমিকম্পগুলো অনেক বেশি ভয়াবহ ছিল। গত ২১ নভেম্বর ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নরসিংদীতে পাঁচজন নিহত হন, আহত হন শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয় বহু সরকারি-বেসরকারি স্থাপনা।
আজ সকালের ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন বহু মানুষ। স্থানীয় বাসিন্দা আলম খান বলেন, ‘আমি ঘুমের মধ্যে ছিলাম। হঠাৎ পুরো ঘর কাঁপতে থাকে। পরপর কয়েকবার কাঁপন অনুভব করে বুঝলাম ভূমিকম্প হচ্ছে। দ্রুত বাইরে ছুটে যাই। এসে শুনি সত্যই ভূমিকম্প হয়েছে। মনের ভেতর কেমন আতঙ্ক ঢুকে পড়েছে।’
আরেক বাসিন্দা জানায়, এভাবে বারবার ভূমিকম্পে আমরা ট্রমাটাইজ হয়ে যাচ্ছি। কী করব বুঝতে পারছি না। কখন যে কি ঘটে আল্লাহ জানে। সব সময় আতঙ্ক কাজ করে।
ঘটনা বিষয়ে নরসিংদী আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
এদিকে আজ বৃহস্পতিবার ভোর ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে রাজধানী ঢাকাতেও ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থলও ছিল নরসিংদী এবং মাত্রা ছিল ৪ দশমিক ১। তথ্যটি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।
এর আগে ২১ ও ২২ নভেম্বর দুই দিনে চার দফা ভূমিকম্প হয়। এর মধ্যে ২১ নভেম্বরের ভূমিকম্প ছিল সবচেয়ে শক্তিশালী, এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।
ধারাবাহিক এই ভূমিকম্পে নরসিংদীজুড়ে মানুষের মনে ভয় ও অনিশ্চয়তা বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন বড় ধরনের কম্পন সামনে আসতে পারে।


