ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

নিখোঁজের ১৩ ঘণ্টা পর প্রতিবেশির খাটের নিচে মিলল শিশুর লাশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০১:৫৪ এএম
ফাইল ছবি

ঝিনাইদহ শহরের পবহাটি এলাকায় নিখোঁজের ১৩ ঘণ্টা পর প্রতিবেশির ঘর থেকে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে। 

বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাইমা আক্তার সাকা বুধবার সকাল ৮টার দিকে বাড়ির পাশ থেকে খেলতে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকাল থেকে মাইকিং করে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান মিলছিল না।

রাত ৯টার দিকে প্রতিবেশী মাসুদ হোসেনের স্ত্রী শান্তনা খাতুনকে বোরখা পরে অস্বাভাবিকভাবে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা শান্তনার ঘরে ঢুকে খাটের নিচে সাইমার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

লাশটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যার পর বাড়ির ভেতর লুকিয়ে রাখা হয়েছিল।

নিহতের পরিবার ও স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে যাই। একজন নারীকে আটক করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে, তা তদন্তের পর বলা যাবে।