ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

পটুয়াখালীতে গাঁজাসহ দুই জন গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ১১:১৫ পিএম
উদ্ধার হওয়া গাঁজা। ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে ৮৫০ গ্রাম গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নওমালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব নওমালা এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, নওমালা ইউনিয়নের আবুবক্কর নামের এক ব্যক্তির কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা কিনে ফিরছিলেন জাকির হোসেন (৩৫)। পথে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে গ্রাম পুলিশ মহিউদ্দিন তাকে আটক করেন। পরে তিনি বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাকিরকে জিজ্ঞাসাবাদ করে।

জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে আবুবক্করের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মাটির নিচে লুকিয়ে রাখা একটি সিলভারের কলস থেকে ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মূল অভিযুক্ত আবুবক্কর পালিয়ে গেলেও তার স্ত্রী রোকেয়া বেগম (৪০)-কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতায় জাকিরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মাটির নিচে লোকানো সিলভারের কলস থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মূল অভিযুক্ত আবুবক্কর পলাতক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।