ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

ইসলামী ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে ২ জন নিহত

রংপুর ব্যুরো
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ১১:৪৪ পিএম
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ইসলামী আট দলের রংপুর বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রংপুর থেকে ফেরার পথে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ থানাধীন মাদারহাট এলাকায় একটি পিকআপ ভ্যানের চাকা ফেটে যাওয়ায় তা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

নিহতরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ী থানা শাখার কর্মী উমর ফারুক মৌলভী (৪০) এবং নীলফামারীর ডোমার উপজেলার মো. জোবেদ আলী।

উমর ফারুক মৌলভী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর দক্ষিণপাড়া গ্রামের হাজী মোহাম্মদ বাবুর ছেলে। এ দুর্ঘটনায় আহত ৮-৯ জনকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর দুর্ঘটনাটি রংপুর-নীলফামারী মহাসড়কে ঘটে। এতে মো. জোবেদ আলী মারা যান। তিনি নীলফামারীর ডোমার উপজেলার সবুজপাড়া গ্রামের নছিয়া আলীর ছেলে।

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মৃত উমর ফারুক ও জোবেদ আলীর পরিবারকে সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।