ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

বৈদ্যুতিক তারে কাপড় পড়ে ১৬ মিনিট বন্ধ মেট্রোরেল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৩:০৪ এএম

ঢাকার মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর কাপড় পড়ায় রেল চলাচল বন্ধ ছিল ১৬ মিনিট। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) এক বার্তায় বলা হয়, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে লাইনের ওপর বৈদ্যুতিক তারের ওপর কাপড় এসে পড়ায় বুধবার বেলা ১২টা ২২ মিনিটে ট্রেন চলাচল বন্ধ করা হয়। কাপড় সরিয়ে নেওয়ার পর বেলা ১২টা ৩৮ মিনিটে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

গতকাল বুধবারসহ বারো দিনে নানা কারণে চারবার মেট্রোরেল চলাচল বিঘিœত হলো। এর আগে ৩০ নভেম্বর ঢাকার সচিবালয় এলাকায় মেট্রোরেলের ছাদে দুজন উঠে পড়ায় সেদিন রাতের মতো পুরো মেট্রোরেল নেটওয়ার্ক বন্ধ রাখা হয়। ২৫ নভেম্বর সচিবালয় ও মতিঝিল মেট্রো স্টেশনের মাঝখানের অংশে লাইনের ওপর ‘ব্যাগ’ পাওয়ায় ট্রেন চলাচল ২০ মিনিটের জন্য বন্ধ ছিল। আর ২২ নভেম্বর মেট্রোরেলের লাইনের ওপর একটি ‘ড্রোন’ পড়ে থাকায় রাতে ট্রেন চলাচল ৯ মিনিট বন্ধ রাখা হয়েছিল।