ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

ইউএনওর মতবিনিময়

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৩:৪১ এএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী সরদারের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক কাজে সাংবাদিকদের পরামর্শ অগ্রাধিকার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।