ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

হুইলচেয়ার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৩:৪০ এএম

‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আয়োজনটির সার্বিক পৃষ্ঠপোষকতা করে জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ঝিনাইদহ। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল কাদের বলেন, ‘বাক, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। বুদ্ধিপ্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সকলকে পাশে নিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়তে হবে।’ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজে এখনো অবহেলা রয়েছে। শোভাযাত্রার বাইরে গিয়ে পরিবারে ও সমাজে প্রতিবন্ধীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। সরকার প্রতিবন্ধীদের জন্য নানা সুবিধা দিচ্ছে- এসব তাদের কাছে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’