হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতাবিষয়ক র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যার নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. এরফান আলী খোন্দকার, বিএনসিসির হাবিপ্রবি শাখার পিইউও ও হাবিপ্রবির কৃষক সেবাকেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক, সহকারী প্রক্টরসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও বিএনসিসির হাবিপ্রবি কন্টিনজেন্ট-এর সামরিক প্রশিক্ষকবৃন্দ এবং ক্যাডেটবৃন্দ।

