১৬ ডিসেম্বরের আগে সচল হওয়া কোনো মোবাইল ফোন বন্ধ হবে না- এ তথ্য নিশ্চিত করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
গত ১ ডিসেম্বর বেআইনি মোবাইল ফোন আমদানির শুল্কহার কমানোর বিষয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। পরদিন বুধবার (৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বরের আগে বাজারে থাকা অবৈধভাবে আমদানি করা ফোনগুলোর মধ্যে যেগুলোর বৈধ IMEI রয়েছে, সেগুলোর তালিকা বিটিআরসিতে জমা দিয়ে হ্রাসকৃত শুল্কে বৈধ করার প্রক্রিয়া চলছে। তবে ক্লোন ও রিফারবিশড ফোনকে কোনোভাবেই এ সুবিধার আওতায় আনা হবে না।
সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ ডিসেম্বরের আগে সচল থাকা কোনো মোবাইল ফোন বন্ধ করা হবে না। ১৬ ডিসেম্বর থেকে NEIR (National Equipment Identity Register) কার্যক্রম শুরু হবে। ফলে ক্রয়ের সময় হ্যান্ডসেটের বৈধ IMEI যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানায়, অবৈধ, চোরাচালানকৃত ও ক্লোন ফোন দেশে বন্ধ করা হবে। বিদেশি পুরোনো ফোনের ডাম্পিং এবং কেসিং পরিবর্তন করে দেশে ইলেকট্রনিক বর্জ্য আনাও বন্ধ করা হবে।
এসএমএসের মাধ্যমে যাচাই পদ্ধতি
ধাপ-১: প্রথমে মোবাইলের কিপ্যাডে *#06# ডায়াল করুন। স্ক্রিনে দেখা যাবে ফোনের আইএমইআই নম্বর।
ধাপ-২: মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।
ধাপ-৩: অটোমেটিক বক্স এলে হ্যান্ডসেট-এর ১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নম্বরটি লিখে প্রেরণ করুন।
ধাপ-৪: ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত মোবাইল ফোনের/হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে।
অনলাইন পোর্টালের মাধ্যমে যাচাই পদ্ধতি
বিটিআরসির ওয়েবসাইটে ‘Verify IMEI’ অপশনে গিয়ে আইএমইআই (IMEI) নম্বরটি লিখুন। সঙ্গে সঙ্গে ফল দেখা যাবে–আপনার ফোনটি ‘Valid’, ‘Invalid’ নাকি ‘Clone’।


