ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মনি গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৫:১৪ এএম

জমি-প্লট জালিয়াতি, প্রতারণা এবং হত্যা মামলাসহ একাধিক গুরুতর অভিযোগে শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মো. মাহমুদুল হক মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ ডিসেম্বর) রাতেই উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম, মিরপুর ও ভাটারা থানায় হত্যা, প্রতারণা ও দখলবাণিজ্যসংক্রান্ত মোট ছয়টি মামলা রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, মনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমি-প্লট জালিয়াতি, দালালি, চেক প্রতারণা ও বিভিন্ন সহিংস ঘটনার অভিযোগ পাওয়া যাচ্ছিল। বিশেষ করে পূর্বাচল ও উত্তরা এলাকায় প্লট দখলবাণিজ্যের মাধ্যমে অসংখ্য মানুষকে আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্তাধীন রয়েছে।

স্থানীয়ভাবে পরিচিতি রয়েছে যে মনি ডিএমপির সাবেক বিতর্কিত কমিশনার (২০১৫–২০১৯) এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার ঘনিষ্ঠ ব্যবসায়িক সহযোগী ছিলেন। অভিযোগ আছে, সেই প্রভাব ব্যবহার করে তিনি প্রভাবশালী চক্রের সহায়তায় বিপুল অর্থ–বিত্ত গড়ে তোলেন।

সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে সেই নির্বাচনে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।

গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, যাঁরা মনির প্রতারণা, জালিয়াতি বা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন, তাঁরা থানায় যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।